timesofbangladesh.com
প্রকাশ : ১৩:০৯, ৭ জুলাই ২০২৪

রেসলিংকে বিদায় বললেন জন সিনা

সিভয়েস২৪ ডেস্ক
রেসলিংকে বিদায় বললেন জন সিনা

সারা বিশ্বের সব মানুষের জনপ্রিয় খেলা রেসলিংকে বিদায় বলে দিলেন ১৬ বারের চ্যাম্পিয়ন জন সিনা। এর মধ্য দিয়ে দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। শনিবার টরন্টোর স্কোটিয়াব্যাঙ্ক অ্যারেনায় ডব্লিউডব্লিউই এর মানি ইন দ্য ব্যাংকে অবসরের ঘোষণা দিয়েছেন ৪৭ বছর বয়সি সিনা।

 এ সময় সবাইকে চমকে দিয়ে দর্শকদের উদ্দেশ্যে জন সিনা বলেন, বিদায়ের জন্য এটি ‘নিখুঁত’ জায়গা। এখন সময় শেষ। আমরা এখন যেখানে আছি সেখানে আসার যাত্রাটা আমি পুরো দেখেছি। ডব্লিউডব্লিউই এখন শহরের অন্যতম জনপ্রিয়, কিন্তু আমি এখানে দেখেছি অনেক কঠিন দিক। যখন কেউ আমার নাম জানত না, কেউ বন্ধু হতে চাইত না তখন আমার পাশে ছিল ভক্তরা। আমি এই সময়ে একটা জিনিস দেখেছি, শীত হোক বা গ্রীষ্ম সমর্থকরা সবসময় আমার পাশে থাকেন।
 
সাম্প্রতিক বছরগুলোতে রেসলিং মাঠে জন সিনা একটি ছোট টাওয়াল দেখাতেন যাতে লেখা, ‘কখনও হাল ছাড়বেন না’। এদিন জন সিনা এমন একটি শার্ট গায়ে জড়িয়েছেন যাতে লেখা ছিল ‘দ্য লাস্ট টাইম ইজ নাউ ট্যুর এবং জন সিনা ফেয়ারওয়েল’। তিনি বলেন, দুই যুগের বেশ সময় ধরে আমি ডব্লিউডব্লিউই'তে রয়েছি এবং এটাই সময়। তবে ক্যারিয়ারকে বিদায় জানালেও আগামী বছরের রয়্যাল রাম্বল, এলিমিনেশন চেম্বার এবং রেসেলম্যানিয়ায় শেষবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি এবং সেটিই হবে তার চূড়ান্ত বিদায়ী ইভেন্ট।

২০০২ সালে রেসলিংয়ে আত্মপ্রকাশ ঘটে জন সিনার। এরপর দ্রুত ভক্তদের কাছে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তর্কাতীতভাবে, জন সিনাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ডব্লিউডব্লিউই সুপারস্টার বলা হয়। তার ক্যারিয়ারে বিখ্যাত দুটি ম্যাচ ছিল ২০১১ এবং ২০১২ সালের রেসেলম্যানিয়া ইভেন্টে, যে দুটিই ডোয়াইন ‘দ্য রক’ জনসনের বিপক্ষে খেলেছিলেন। প্রথমটিতে হেরে গেলেও দ্বিতীয়টিতে জয় পেয়েছিলেন তিনি। 

তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি রেসলিং ছেড়ে অভিনয়ের দিকে নজর দেন। ডোয়েন জনসনকে দেখেই তিনি অভিনয় জগতে পা দেন। ২০১৮ সাল থেকে তিনি পার্টটাইম অভিনেতা হিসেবে কাজ শুরু করেন। 


 

জনপ্রিয় সংবাদ