timesofbangladesh.com
প্রকাশ : ০৯:৩৮, ৭ জুলাই ২০২৪

পানামাকে উড়িয়ে শেষ চারে কলম্বিয়া
ব্রাজিলকে কাঁদিয়ে কোপার সেমিফাইনালে উরুগুয়ে

সিভয়েস২৪ ডেস্ক
ব্রাজিলকে কাঁদিয়ে কোপার সেমিফাইনালে উরুগুয়ে

কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে হারানো হয়নি ব্রাজিলের। উল্টো টাইব্রেকারে ৪-২ গোলে হেরে নিজেরাই বাদ পড়েছে কোপা আমেরিকার লড়াই থেকে। চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে সেলেসাওদের কোটি ভক্তদের কাঁদিয়ে সেমিফাইনালের টিকিট নিয়ে নিয়েছে নুনেজ-অলিভেরারা। এর আগে ভোরে স্টেটফার্ম স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় কোয়ার্টার ফাইনালে পানামাকে ৫-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছে কলম্বিয়াও।

রবিবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের আলিজায়ান্ট স্টেডিয়ামে অনেকটা ঢিলেঢালা শুরু হয় দু’দলের সেমিতে উঠার লড়াই। আক্রমণ-পাল্টা আক্রমণের এ ম্যাচের ২৮ মিনিটে বড় একটি সুযোগ তৈরি করেও ব্যর্থ হয় ব্রাজিল। ৩৩তম মিনিটে বড় ধাক্কা খায় উরুগুয়ে। ইনজুরিতে মাঠ ছেড়েছেন দলটির রক্ষণের সবচেয়ে বড় ভরসা রোনাল্ড আরাউহো। বার্সা তারকার বদলি হিসেবে নামানো হয় জোসে গিমেনেজকে। গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে আক্রমণে এগিয়ে ছিল উরুগুয়ে। ৫৩ মিনিটেই দুইবার গোলচেষ্টা চালায় তারা। প্রথমটি রুখে দেন ব্রাজিলের ডিফেন্ডাররা। পরেরটি চলে যায় গোলবারের বাইরে দিয়ে। ৬৮ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লুকাস পাকেতার একটি আক্রমণ ব্লক করে দেয় উরুগুয়ের রক্ষণভাগ। ৭২ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোকে বাজেভাবে ফাউল করে লালকার্ড দেখেন উরুগুয়ের ডিফেন্ডার নাহিতান নান্দেজ। এরপর দশ জনের দলে পরিণত হওয়ার সুযোগ কাজে লাগাতে আক্রমণের ধার বাড়ায় সেলেসাওরা। তবে কাজের কাজ কিছুই হয়নি। চলে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ের খেলা। এই অর্ধেও গোল পায়নি কোন দল। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেখানে ব্যর্থতার পরিচয় দেয় কোচ দরিভাল জুনিয়রের শিষ্যরা। ম্যাচের পুরোটা সময়জুড়ে মোট ফাউল হয়েছে ৪১টি। যেখানে উরুগুয়ে করেছে ২৬টি, বাকি ১৫টি করেছেন ব্রাজিলের ফুটবলাররা। 

এর আগে, ভোরে পানামাকে ৫-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে নিশ্চিত করে কলম্বিয়া। ইয়ান কর্দোবা অষ্টম মিনিটে গোল উৎসবের সূচনা করেন। এরপর একে একে হামেস রদ্রিগেজ, লুইস দিয়াজ, রিচার্ডি রিওস এবং মিগুয়েল বোর্হা বাকি গোলগুলো করেন।

আগামী ১০ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টায় প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে লড়াইয়ে নামবে আর্জেন্টিনা ও কানাডা। পরদিন ১১ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে নর্থ ক্যারোলিনার ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে। তাতে মুখোমুখি হবে কলম্বিয়া ও উরুগুয়ে।
 
কোপার সেমিফাইনালের সময়সূচি (বাংলাদেশ সময়)
 ১০ জুলাই ২০২৪- আর্জেন্টিনা বনাম কানাডা (সকাল ৬টা, মেটলাইফ স্টেডিয়াম)
১১ জুলাই ২০২৪- কলম্বিয়া বনাম উরুগুয়ে (সকাল ৬টা, ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়াম)

জনপ্রিয় সংবাদ