timesofbangladesh.com
প্রকাশ : ১১:৪৯, ৬ জুলাই ২০২৪

কোপার অভিষেকেই ইতিহাস
ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনার সামনে কানাডা

সিভয়েস২৪ ডেস্ক
ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনার সামনে কানাডা

টাইব্রেকারে ভেনেজুয়েলাকে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে কানাডা। শনিবার ( ৬ জুলাই) কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দল দুটি। আগের ম্যাচের মতো এই ম্যাচও গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। আর তাতে শেষ হাসি হাসল কানাডা। একেই সঙ্গে প্রথমবার কোপা আমেরিকায় খেলতে এসে ইতিহাস গড়ল ২০২৬ সালের বিশ্বকাপের সহ আয়োজক দেশটি। আগামী ৯ জুলাই সেমিফাইনালে মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা।

টেক্সাসে ম্যাচের শুরু থেকে আক্রমণ ও প্রতি আক্রমণে শুরু করে দুদল। তবে ১৩ মিনিটে এগিয়ে যায় কানাডা। ডান প্রান্ত থেকে দারুণ এক আক্রমণে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে গোল করে দলকে এগিয়ে দেন জ্যাকব শাফেলবার্গ। কিন্তু তাদের এই এগিয়ে থাকা ম্যাচের শেষ পর্যন্ত ছিল না। ৬৪ মিনিটে সমতায় ফিরে ভেনেজুয়েলা। 

শুরুতে গোল খেলেও খেই হারিয়ে ফেলেনি দলটি। তবে ম্যাচে ফেরার চেষ্টা করে। গোল খাওয়ার পরের কয়েক মিনিটে কয়েকটি সুযোগও তৈরি করে ভেনেজুয়েলা, কিন্তু ব্যর্থ হয়। ভেনেজুয়েলার আক্রমণের সময় প্রতি আক্রমণের চেষ্টা করে কানাডা। তবে গোল পায়নি তারাও। 

প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও দেখা যায় একই ছবি। দুটো দলই আক্রমণাত্মক খেলতে থাকে। অবশেষে ৬৮ মিনিটে গোল করে সমতা ফেরানোর পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এরপর পেনাল্টি শ্যুটআউটে ৪-৩ গোলে জিতে যায় কানাডা। সঙ্গে প্রথমবার খেলতে এসে দেশটির হয়ে ইতিহাস গড়ে দলটি। এর আগে ২০০১ সালে এই রেকর্ড গড়ে হন্ডুরাস।

২০২৬ সালের বিশ্বকাপের সহ আয়োজক কানাডা। ফলে তারা এবার কোপা খেলতে নামে। গ্রুপপর্বে তারা খেলে আর্জেন্টিনার বিরুদ্ধে। যদিও ২-০ গোলে মেসিদের কাছে হেরে যায় কানাডা। এরপর আগামী ৯ জুলাই ফাইনালে উঠার লড়াইয়ে আবার মুখোমুখি হবে দল দুটি। 
 

জনপ্রিয় সংবাদ