পটিয়ায় মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
সিভয়েস২৪ ডেস্ক
পটিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথমবারের মত ‘মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পটিয়া পৌরসভার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ৪র্থ ও ৫ম শ্রেণির তিনশতাধিক ক্ষুদে শিক্ষার্থী অংশ নেয়।
আগামী বছর থেকে মাধ্যমিক বিদ্যালয়কে অর্ন্তভুক্ত করে আরো ব্যাপক আয়োজন করা হবে বলে জানিয়ে অন্বেষণ মেধা বৃত্তি পরীক্ষা-২০২৪ এর আহ্বায়ক সেলিম উদ্দীন বলেন, বার্ষিক পরীক্ষার সিলেবাসের সাথে সংগতি রেখেই আমরা বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রনয়ণ করেছি। যাতে বৃত্তি পরীক্ষার সাথে সাথে তাদের আগামী কয়েকদিন পর অনুষ্ঠেয় বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষারও প্রস্তুতি হয়ে যায়।
তিনি আরো বলেন, পটিয়া একটি সাহিত্য সংস্কৃতি ও ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এলাকা। এখান থেকে যাতে আগামী প্রজম্ম দেশের যোগ্য প্রতিযোগিতামূলক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে গড়ে তুলতে পারে সে লক্ষ্য নিয়েই এ বৃত্তি পরীক্ষার আয়োজন। আশা করি আমরা আমাদের লক্ষ্যপানে পৌঁছাতে পারবো।
অন্বেষণ মেধা বৃত্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব রবিউল হোসেন বলেন, প্রথম বছরের মত আমরা বৃত্তির আয়োজন করেছি। যার কারণে এ বৃত্তি পরীক্ষাকে সুন্দর সুচারুভাবে পরিচালিত করতে আমরা কয়েকটি স্কুলে সামান্য ফরম দিয়েছি। ২০ টাকা নামমাত্র মূল্যে এসব ফরম দেয়ার পর আমরা ব্যাপক সাড়া পেয়েছি। আমরা ধীরে ধীরে সামনে আরো এগিয়ে যাব।
সকালে বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন শিক্ষক নেতা এ টি এম তোহা, ব্যাংকার মো. আবুল কালাম, মো. জসিম উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন মেধা বৃত্তি পরীক্ষার যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক ওমর ফারুক, সদস্য আমিনুল ইসলাম, গাজী আবুল হাসনাত, মো. জুবায়ের, মাহবুব উল্লাহ্, মো. সজীব, মো. সৌরভ, কামরুল হাসান।
প্রেস রিলিজ সব খবর