timesofbangladesh.com
প্রকাশ : ১৩:২৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৪

রঙিন বসন্ত নগরজুড়ে

সিভয়েস২৪ ডেস্ক
রঙিন বসন্ত নগরজুড়ে

বাসন্তী রঙের শাড়ি, কপালে টিপ, হাতে চুড়ি, পায়ে নূপুর, খোঁপায় ফুল, রিং মাথায় সেজেছে তরুণীর দল। 'ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত' কবি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার মতো বসন্ত ছুঁয়েছে তাঁদের। তাইতো কুমার বিশ্বজিতের  ‘বসন্ত ছুঁয়েছে আমাকে, ঘুমন্ত মন তাই জেগেছে’— গানে সুর মিলিয়ে মেতে উঠেছেন বসন্ত উৎসবে। কেউ গাইছেন রবীন্দ্রনাথের ‘আহা আজি এ বসন্তে, এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়...। কেউবা অনুপম রায়ের আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা/কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে/মধুর অমৃত বাণী, বেলা গেলো সহজেই/মরমে উঠিল বাজি; বসন্ত এসে গেছে/থাক তব ভুবনের ধুলিমাখা চরণে/মথা নত করে রব,বসন্ত এসে গেছে/বসন্ত এসে গেছে।

 

জনপ্রিয় সংবাদ