সিআরবির বুকে ‘একখণ্ড চেরাগী’
মাহমুদ হাসান
বসন্ত আর ভালোবাসা দিবসে প্রিয় মানুষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন তরুণ-তরুণী থেকে শুরু করে সব বয়সের মানুষ। এই দুই উৎসবকে ঘিরে সিআরবি এলাকার বুক চিরে ফুটে উঠেছে ফুলের রাজ্যের খ্যাতি পাওয়া চেরাগীর মোড়। মাহমুদ হাসানের ক্যামেরায় ‘একখণ্ড চেরাগী’।
ফটো ফিচার সব খবর