timesofbangladesh.com
প্রকাশ : ১৯:১৪, ৩০ জানুয়ারি ২০২৪

সাগরের বুকে একখণ্ড খেলার মাঠ

সিভয়েস২৪ ফটোজার্নালিস্ট
সাগরের বুকে একখণ্ড খেলার মাঠ

দিন যত যাচ্ছে ইট, কাঠ আর পাথরের নগরে কমে যাচ্ছে খোলা স্থান, পার্ক ও খেলার মাঠ। এমনকি নগর পরিকল্পনার নির্দিষ্ট বরাদ্দটুকুও চলে যাচ্ছে অবৈধ দখলদারদের দখলে। ফুটবলে মেতে কিশোররা ভাটায় জেগে উঠা সাগরের চরকে বানিয়ে নিয়েছে মাঠহীন নগরে একখণ্ড মাঠ। মঙ্গলবার নগরের পতেঙ্গার খেজুরতলার সমুদ্র পাড় থেকে তোলা।

 

 

জনপ্রিয় সংবাদ