timesofbangladesh.com
প্রকাশ : ১৬:০৯, ১১ ডিসেম্বর ২০২৩

একমুঠো শৈশব হালিশহরের হালদা রোডে

মাহমুদ হাসান
একমুঠো শৈশব হালিশহরের হালদা রোডে

শিশু-কিশোরদের দুরন্ত শৈশব কেড়ে নিয়েছে ইট পাথরে ঠাসা এ নগরী। হালিশহরের হালদা রোডের পাশে রেললাইন, রেললাইনের পাশের কলোনিতে পরিবারের সাথে থাকে এ শিশু কিশোররা। দুপুর গড়িয়ে বিকেল হলে একটু খেলাই যেন ওদের এতটুকু আনন্দ।

রোববার বিকেলে হালিশহরের হালদা রোডে মাহমুদ হাসানের ক্যামেরায় প্রকৃতি ও শৈশব যেন মিশে গেছে।

মুঠোভরে কচুরিপানার ফুল তুলছে শিশুরা।

নগরে গেছো শৈশব নেই, নেই সুপারি পাতার খোলস টেনে গাড়ি বানানোর আনন্দ। তবু দুরন্তপনায় বিকেল কাটানোর আনন্দটুকু কে না চায়।

খেলাশেষে ক্যামেরায় পোজ দিয়ে দাঁড়িয়ে।

শিশু-কিশোরদের দূরন্তপনা আর প্রকৃতি যেন মিশে গেছে একসঙ্গে

 

জনপ্রিয় সংবাদ