ভেজাল ঘি কারখানার সন্ধান মিললো চান্দগাঁওয়ে
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে আই কিউ ফুড প্রোডাক্টস কোম্পানি নামে ভেজাল একটি ঘি কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভেজাল ঘি উৎপাদনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় পশ্চিম মোহরা ধুপপুর এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা চট্টগ্রাম মেট্রোর (এনএসআই) তথ্যে এ অভিযান পরিচালনা করেন চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান জানান, অভিযানে আড়াই লাখ টাকার ভেজাল ঘি তৈরির উপকরণ ধ্বংস করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, প্রতিষ্ঠানটি ১ নম্বর ঘি পাবনা ও সিরাজগঞ্জ থেকে কিনে আনতো। আর তাদের অবৈধ কারখানায় বসে নকল ঘি তৈরি করে নগরের চকবাজারের সবুজ হোটেল, মুরাদপুর ও জিইসির জামাল হোটেল, জিইসির কাবাব চিলিসহ নামি-দামি হোটেল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় সাপ্লাই দিত।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর