প্রবীণ সাংবাদিক মাহবুব উল আলম আর নেই
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও সাংবাদিক হাউজিং সোসাইটির সাবেক চেয়ারম্যান মাহবুব উল আলম আর নেই। সোমবার (২ ডিসেম্বর) বেলা ২টার দিকে চট্টগ্রাম নগরের এক বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শহীদুল আলম। ফেসবুকে এক পোস্টে তিনি জানান, গুণী এই সাংবাদিকের বয়স হয়েছিল ৮৫ বছর। আগামীকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯ টায় নগরের শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটিতে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
সাংবাদিক নেতা মাহবুব উল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন।
প্রসঙ্গত, গুণী সাংবাদিক মাহবুব উল আলম সর্বশেষ দৈনিক আজাদীর সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর অসংখ্য প্রকাশনা রয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর