timesofbangladesh.com
প্রকাশ : ০০:১০, ১২ জুলাই ২০২৪

এমপি মিতার বোটে বেপরোয়া স্পিডবোটের ধাক্কা, হত্যাচেষ্টার অভিযোগে বোটচালক আটক

সিভয়েস২৪ প্রতিবেদক
এমপি মিতার বোটে বেপরোয়া স্পিডবোটের ধাক্কা, হত্যাচেষ্টার অভিযোগে বোটচালক আটক

সন্দ্বীপের সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাহফুজুর রহমান মিতাকে হত্যাচেষ্টার অভিযোগে এক স্পিডবোট চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে কুমিরা-গুপ্তছড়া নৌ রুটে লাল বোটে এমপি মিতা যাওয়ার পথে একটি স্পিডবোট বেপরোয়া গতিতে এসে লালবোটকে ধাক্কা দেয়। এতে এমপি মিতাসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন। এ ঘটনায়  উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন বাদী হয়ে  সন্দ্বীপ থানায় এজাহার দায়ের করলে চালক অভিমন দাশকে (৩৬) সন্দ্বীপ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে সন্দ্বীপ থানার ওসি কবির হোসেন বলেন, আমরা এজাহার পেয়েছি। একজনকে হেফাজতে নিয়েছি। বাকিটা জিজ্ঞাসাবাদের পরে জানা যাবে।

তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা।

জনপ্রিয় সংবাদ