timesofbangladesh.com
প্রকাশ : ১৯:৫৬, ১১ জুলাই ২০২৪

পিছু হটলেন রাতভর অবস্থান কর্মসূচি থেকে
সড়ক ছেড়ে রেলস্টেশনে আন্দোলনকারীরা

সিভয়েস২৪ প্রতিবেদক
সড়ক ছেড়ে  রেলস্টেশনে আন্দোলনকারীরা

চট্টগ্রাম নগরের দুই নম্বর গেটে অবস্থান নেওয়া কোটাবিরোধী আন্দোলনকারীরা সড়ক ছেড়েছেন। মিছিল সহকারে তারা ষোলশহর স্টেশনে গিয়ে জড়ো হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছেন। পরে তারা নিজ নিজ গন্তব্যে ফিরবেন। এছাড়া রাতভর অবস্থান কর্মসূচি থেকে সরে আসার কথা জানিয়েছেন কোটা আন্দোলনকারীরা। 

এর আগে বিকেল ৫টার দিকে বটতলী স্টেশন থেকে মিছিল নিয়ে এসে তারা নগরের দুই নম্বর গেট এলাকায় অবস্থান নেন।  পুলিশের ঊর্ধ্বতন কমর্কর্তারা তাদের মানিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেছেন একাধিকবার। তবু তাদের সেখান থেকে সরানো যায়নি। এতে করে যানজট ছড়িয়ে পড়ে চারদিকে। প্রায় তিন ঘণ্টারও বেশি ধরে সড়ক অবরোধের কারণে বহদ্দারহাট, জিইসি, বায়েজিদ, চকবাজার অভিমুখী সড়কে যানচলাচল বন্ধ হয়ে কার্যত অচল হয়ে পড়ে।

একপর্যায়ে রাতভর অবস্থানের ঘোষণা দেন আন্দোলনকারীরা। তারা মাইকে বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। কিন্তু পুলিশ আমাদের ওপর হামলা করেছে। আজ সারারাত আমরা এখানেই অবস্থান করবো। আজ থেকে আমরা আমরণ অনশন কর্মসূচি পালন করবো।

অনশন কর্মসূচি প্রত্যাহারের কথা জানিয়েছেন ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ। তিনি সিভয়েস২৪-কে বলেন, ‘কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী আমরা অনশন কর্মসূচি প্রত্যাহার করেছি। বর্তমানে ষোলশহর রেলওয়ে স্টেশনে আমরা স্বাভাবিক অবস্থান নিয়েছি। এটি কোনো কর্মসূচি নয়।’

সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’ নামে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সড়ক অবরোধের কথা ছিল। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে তারা বিকাল ৪টার দিকে বটতলী রেলওয়ে স্টেশনে জড়ো হতে থাকেন। এরপর তারা মিছিল নিয়ে নগরের টাইগারপাস সড়ক অবরোধের জন্য এগিয়ে আসেন। বিকাল ৪টা ২০ মিনিটের দিকে পুলিশ সদস্যরা তাদের পেছনে এবং সামনে থেকে ঘিরে অবরুদ্ধ করে ফেলেন। 

বিকাল ৪টা ৪০ মিনিট পর্যন্ত পুলিশ তাদের অবরুদ্ধ করে রাখলেও শেষ পর্যন্ত শিক্ষার্থীদের সাথে পুলিশের হাতাহাতি হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা পুলিশি বাধা উপেক্ষা করেই লালখানবাজার হয়ে ওয়াসা মোড়ের দিকে যেতে থাকে। এসময় তাদের পেছন পেছন দৌঁড়ে যায় পুলিশ। এসময় ‘ভুয়া, ভুয়া’ বলে পুলিশের উদ্দেশে স্লোগান দেন শিক্ষার্থীরা। পরে তাদের ছত্রভঙ্গ করলেও আহত হন কয়েকজন আন্দোলনরত শিক্ষার্থী। এসময় একজন নারী পুলিশ সদস্যকেও আহত হতে দেখা যায়। 

এরপর শিক্ষার্থীরা ফের মিছিল নিয়ে জিইসি মোড় হয়ে চলে যান দুই নম্বর গেটে। কিন্তু সেখানে আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সশস্ত্র অবস্থান নিয়েছিলো। শিক্ষার্থীরা সেখানে মিছিল নিয়ে পোঁছামাত্র পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে।

এদিকে কোটা সংস্কার আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর নগরের টাইগার পাস এলাকায় পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১জুলাই) সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের ১নম্বর গেট এলাকায় কয়েকশ শিক্ষার্থী অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করে।

জনপ্রিয় সংবাদ