নেপালে ভূমিধসে নদীতে ভেসে গেল ২ বাস, নিখোঁজ ৬৩
সিভয়েস২৪ ডেস্ক
নেপালের মদন-অশ্রিত হাইওয়েতে ভূমিধসের জেরে নদীতে ছিটকে পড়ে ভেসে গেছে দুটি বাস। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন বাসে থাকা ৬৩ জন যাত্রী। বৃহস্পতিবার ( ১১ জুলাই) দিবাগত রাত ভোর সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সংস্থা এএনআই-কে, চিতওয়ানের জেলার প্রধান জেলা আধিকারিক, ইন্দ্রদেব যাদব জানিয়েছেন, দুটি বাসই ওই সময় হাইওয়ে দিয়ে যাচ্ছিল। আচমকা ধস নেমে বাস দুটিকে রাস্তা থেকে ছিটকে নিচের উত্তাল নদীতে ফেলে দেয়। তিনি বলেন, “প্রাথমিক তথ্য অনুযায়ী দুটি বাস মিলিয়ে চালক-সহ মোট ৬৩ জন ছিলেন। আমরা ঘটনাস্থলে আছি এবং তল্লাশি অভিযান চলছে। বাসগুলির সন্ধান চলছে। অবিরাম বৃষ্টিতে আমাদের কাজে সমস্যা হচ্ছে।”
নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল ‘প্রচন্ড’, সব সরকারি সংস্থাগুলিকে নিখোঁজ যাত্রীদের অনুসন্ধান ও উদ্ধারের নির্দেশ দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিছেন, ‘নারায়ণগড়-মুগলিন রোড সেকশনে ভূমিধসে দুটি বাস ভেসে গিয়েছে। দেশের বিভিন্ন স্থানে বন্যা ও ধস দেখা দিয়েছে। বহু সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় পাঁচ ডজন যাত্রী নিখোঁজ হয়েছেন। এই খবরে আমি গভীরভাবে শোকাহত। স্বরাষ্ট্রমন্ত্রণালয়সহ সরকারের সমস্ত সংস্থাকে আমি যাত্রীদের অনুসন্ধান এবং উদ্ধার করার নির্দেশ দিচ্ছি।’
এদিকে, আবহাওয়া প্রতিকূল থাকায় কাঠমান্ডু থেকে ভরতপুর পর্যন্ত সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে নেপালে বৃষ্টি-সম্পর্কিত দুর্ঘটনায় কমপক্ষে ৬২ জন নিহত ও ৯০ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
অন্যদেশ সব খবর