বটতলীতে মান্নানের ছাড়া পদে নির্বাচন, প্রতীক পেলেন প্রার্থীরা
আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারা বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর ছালেহ।
এসময় নির্বাচনের বিভিন্ন নীতিমালা ও বিধিনিষেধের বিষয়ে প্রার্থীদের সতর্ক করেন তিনি।
মোহাম্মদ ফরিদ উদ্দীন (আনারস), মেসবাহ উদ্দীন আহমদ চৌধুরী (সোহেল) (চশমা), নুরুল আবচার (ঘোড়া) প্রতীকে পেয়েছেন।
রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর ছালেহ বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার ১১ জুলাই প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ জুলাই ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, গত ২৯ মে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে প্রার্থী হতে বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান চৌধুরী পদত্যাগ করলে ইউপি চেয়ারম্যান পদটি শূন্য হয়। শূন্যপদটিতে গত ২১ জুন নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
চট্টগ্রাম সব খবর