timesofbangladesh.com
প্রকাশ : ১৭:৫৬, ১১ জুলাই ২০২৪

দুই নম্বর গেটে শুয়ে-বসে ব্যস্ত সড়কে শিক্ষার্থীরা
পুলিশের অনুরোধ উপেক্ষা, যানজটে জনদুর্ভোগ

সিভয়েস২৪ প্রতিবেদক
পুলিশের অনুরোধ উপেক্ষা, যানজটে জনদুর্ভোগ

চট্টগ্রাম নগরের দুই নম্বর গেটে কোটাবিরোধী আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন। পুলিশের ঊর্ধ্বতন কমর্কর্তারা তাদের মানিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সেখান থেকে সরানো যায়নি। এতে করে যানজট ছড়িয়ে পড়ছে চারদিকে। প্রায় ঘণ্টাখানেক ধরে সড়ক অবরোধের কারণে বহদ্দারহাট, জিইসি, বায়েজিদ, চকবাজার অভিমুখী সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা ৬টার দিকে আবারও দুই নম্বর গেটে জড়ো হয়েছেন আন্দোলনকারী শত শত শিক্ষার্থী। তারা কোটাবিরোধী এবং পুলিশকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ সময় নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেও সড়ক থেকে সরাতে ব্যর্থ হন

সরেজমিনে দেখা যায়, দুপুর আড়াইটার দিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের 'বাংলা ব্লকেড' নামে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সড়ক-রেলপথ অবরোধের কথা ছিল। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে তারা বিকেল ৪টার দিকে বটতলী রেলস্টেশনে জড়ো হতে থাকেন। এরপর তারা মিছিল নিয়ে টাইগারপাস সড়ক অবরোধের জন্য এগিয়ে যান। বিকেল ৪টা ২০ মিনিটের দিকে পুলিশ তাদের পেছনে এবং সামনে থেকে ঘিরে অবরুদ্ধ করে ফেলে। 

বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত পুলিশ তাদের অবরুদ্ধ করে রাখলেও শেষ পর্যন্ত শিক্ষার্থীদের সাথে পুলিশের হাতাহাতি হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা পুলিশি বাধা উপেক্ষা করে লালখানবাজার হয়ে ওয়াসা মোড়ের দিকে যেতে থাকেন। তাদের পেছন পেছন দৌঁড়তে থাকে পুলিশ। এ সময় 'ভুয়া, ভুয়া' বলে পুলিশের উদ্দেশে স্লোগান দেন শিক্ষার্থীরা। পরে তাদের ছত্রভঙ্গ করলেও আহত হন কয়েকজন শিক্ষার্থী। একজন নারী পুলিশ সদস্যকেও আহত অবস্থায় দেখা যায়। 

এরপর শিক্ষার্থীরা ফের মিছিল নিয়ে জিইসি মোড় হয়ে চলে যান দুই নম্বর গেটে। কিন্তু সেখানে আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছিলেন। শিক্ষার্থীরা সেখানে মিছিল নিয়ে পোঁছামাত্র পুলিশ তাদেরকে লাঠিপেটা করে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

সিভয়েস/

আরও পড়ুন

 

 

জনপ্রিয় সংবাদ