timesofbangladesh.com
প্রকাশ : ১২:২৩, ১২ জুলাই ২০২৪

বিদ্যুৎবাহী মাল্টিপ্লাগে খেলতে গিয়ে শিশুর মৃত্যু রাউজানে

রাউজান প্রতিনিধি
বিদ্যুৎবাহী মাল্টিপ্লাগে খেলতে গিয়ে শিশুর মৃত্যু রাউজানে

রাতের খাবার শেষে ৬ বছর বয়সী মারুফকে নিয়ে ঘুমাতে যায় মা। সারাদিনের ক্লান্তি ভর করে সারা শরীরে মায়ের। চোখেজুড়ে আসে রাজ্যের ঘুম। হঠাৎ ঘুম ভাঙলে দেখেন বিছানায় বুকের ধন শিশু মারুফ নেই। নিচে তাকাতেই দেখেন মাল্টিপ্লাগের বিদ্যুৎস্পর্শে প্রাণ হারিয়ে পড়ে আছে শিশুটি। 

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১০ টার দিকে ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আরব ফকিরের বাড়িতে। 

নিহত শিশু মারুফ ওই এলাকার সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মো. বাবরের ছেলে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, ছেলের নিথর দেহ পড়ে আছে। পাশে মা-দাদা-দাদী ফুফা-ফুফুসহ স্বজনরা আহাজারী করছেন। দূরদূরান্ত থেকে ছুটে আসছেন আত্মীয়-স্বজনেরা। তাদের আহাজারী আর বিলাপে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

নিহতের মা ইয়াছমিন আকতার বলেন, আমি রাতের খাবার খেয়ে ছেলেকে নিয়ে শয়ন কক্ষে যাই। ছেলে খেলতে খেলতে আমার চোখ লেগে আসে, হঠাৎ উঠে দেখি আমার ছেলে বিছানায় নেই। বিছানার নিচে মাল্টিপ্লাগের পাশে বিদ্যুতায়িত হয়ে পড়ে আছে। আমি কান্নাকাটি করলে পরিবারের সদস্যরা আমার কক্ষে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শুক্রবার সকালে নামাজে জানাজা শেষে তাকে স্থানীয় কবরে দাফন করা হয়। 

স্থানীয় ইউপি সদস্য মো. আলী বলেন, আমাকে কেউ জানায়নি। খবর নিয়ে জানাচ্ছি।
 

জনপ্রিয় সংবাদ